close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে ৩ হাজার ৯৭৬ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। রবিবার (২৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে রায়গঞ্জ উপজেলার ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের পশ্চিম পার্শ্বে সাইদুল ইসলামের বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নোয়াখালী জেলার সুধারাম থানার চর ষোলকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মেদ এর ছেলে মোঃ খোকন মিয়া (৫৫)। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় রবিবার রাত আড়াইটায় রায়গঞ্জ উপজেলার ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের পশ্চিম পার্শ্বে সাইদুল ইসলামের বাড়ীর সামনে ঢাকা টু রংপুর মহাসড়কে মাদক বিরোধী অভিযানে চালিয়ে ৩ হাজার ৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ১২৫ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

No comments found


News Card Generator