সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নিয়ন্ত্রণরেখায় চুরা কমপ্লেক্সে সাদা পতাকা! পাকিস্তানের তথ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি—‘পাল্টা হামলায় ভেঙে পড়েছে ভারতের সামরিক পোস্ট, আত্মসমর্পণের স্পষ্ট বার্তা’।..

সীমান্তে রুদ্ধশ্বাস উত্তেজনা, হঠাৎ করে নাটকীয় মোড়—পাকিস্তান দাবি করছে, ভারতের সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে।
এই চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এ এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আতাউল্লাহ তারার বলেন, “নিয়ন্ত্রণরেখা সংলগ্ন চুরা কমপ্লেক্সে ভারতের সামরিক পোস্টগুলোতে পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই হামলার পর ভারতের পক্ষ থেকে একাধিক পোস্টে সাদা পতাকা উড়ানো হয়, যা একটি আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিশ্লেষিত হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, “ভারতের বিমান ও স্থল বাহিনীর একাধিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। এমনকি ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ধ্বংস হওয়া সামরিক বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শিত হয়েছে।”

পাকিস্তানের তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুকেই আঘাত করেছে, বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি করা হয়নি। অথচ ভারতীয় বাহিনী ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আতাউল্লাহ তারার বলেন, “ভারতের উসকানির জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অত্যন্ত কৌশলী ও জবাবদিহিমূলক পদক্ষেপ নিয়েছে। আমরা আগ্রাসী নই, আত্মরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই প্রতিরোধ।”

জিও নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, চুরা কমপ্লেক্স এলাকায় ভারতীয় পোস্টে রাতভর গোলাবর্ষণ ও পাল্টা অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এতে ভারতের পক্ষের বেশ কিছু চৌকি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় সেখানকার ভারতীয় সৈন্যদের মনোবলে ভাঙন ধরেছে বলে দাবি করছে পাকিস্তানি পক্ষ।

এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও সীমান্তের এই ঘটনাকে গভীর উদ্বেগের চোখে দেখা হচ্ছে। অনেকে বলছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা যদি এভাবে চলতে থাকে, তবে তা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের পর্যবেক্ষণ:

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের এই “সাদা পতাকা” সংক্রান্ত বক্তব্য হয়তো কৌশলগত প্রচারণার অংশও হতে পারে। তবে সত্যিই যদি ভারতের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত দেয়া হয়ে থাকে, তাহলে সেটি এক ঐতিহাসিক ও নজিরবিহীন কূটনৈতিক ঘটনা।

অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সামরিক পর্যায়ের একাধিক সূত্র ‘নিরব প্রত্যাখ্যান’ নীতি গ্রহণ করেছে বলে গুঞ্জন রয়েছে।


সংক্ষেপে মূল পয়েন্ট:

  • পাকিস্তান দাবি করছে—ভারতের সীমান্ত পোস্টে সাদা পতাকা উড়েছে।

  • তথ্যমন্ত্রী বলছেন—এটি ভারতের পরাজয়ের প্রতীক।

  • পাল্টা হামলায় পাকিস্তানের দাবি: ভারতীয় পোস্ট ও বিমান ধ্বংস।

  • আন্তর্জাতিক মহলে উদ্বেগ—উত্তেজনার ফলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator