বনকলাপাড়া এলাকার একটি বাসা থেকে গণপিটুনির পর তাকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আলম জুলাইয়ের আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বলে প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সেটি যাচাই করা হচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
  
    close
  
  
         
লাইক দিন পয়েন্ট জিতুন!
Inga kommentarer hittades
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			