close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সিলেটে আরেক ছাত্রলীগ কর্মীকে গনধোলাই।

ছাইম ইবনে আব্বাস  avatar   
ছাইম ইবনে আব্বাস
সিলেট নগরীর সুবিদবাজারে রোববার সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হোসেন আলম (৩৫) স্থানীয় ছাত্র-জনতার হাতে আটক হন।..

বনকলাপাড়া এলাকার একটি বাসা থেকে গণপিটুনির পর তাকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আলম জুলাইয়ের আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বলে প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সেটি যাচাই করা হচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Tidak ada komentar yang ditemukan