ইনকিলাব মঞ্চের অন্যতম সমন্বয়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এক শোকবার্তায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন নিবেদিতপ্রাণ এবং লড়াকু ব্যক্তিত্ব। দেশের সংকটময় মুহূর্তে রাজপথে তার সাহসী ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার এই অকাল প্রয়াণ দেশের ছাত্র রাজনীতি ও অধিকার আদায়ের আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি। তিনি তার আদর্শ ও কর্মের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে বেঁচে থাকবেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Keine Kommentare gefunden



















