close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শোবিজে শোকের ছায়া: প্রয়াত জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলা টেলিভিশন ও ইউটিউব দুনিয়ার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ সকাল ৭টার
বাংলা টেলিভিশন ও ইউটিউব দুনিয়ার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ সকাল ৭টার দিকে অপূর্ব তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাহবাজ সানীর একটি সাদাকালো ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’ অপূর্বর এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় নেমে আসে শোকের ছায়া। দেশের শোবিজ অঙ্গনের আরও অনেক তারকাই শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে থাকেন। অগণিত ভক্ত-অনুরাগীও প্রিয় অভিনেতার বিদায়ে শোক জানাচ্ছেন। অভিনয়ের শুরু ও জনপ্রিয়তা শাহবাজ সানী প্রথমবার ইমরাউল রাফাতের জনপ্রিয় নাটক ‘কাছে আসার পর’-এর মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন। এরপর ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি। তার সহজাত অভিনয়, আবেগময় সংলাপ ও চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাকে তরুণ প্রজন্মের কাছে প্রিয় করে তুলেছিল। মৃত্যুর কারণ এখনো অজানা শাহবাজ সানীর আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে এখনো পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তার অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিচ্ছেন এবং তার পরিবারকে সান্ত্বনা জানাচ্ছেন। এমন প্রতিভাবান এক অভিনেতার চলে যাওয়া বাংলা বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
कोई टिप्पणी नहीं मिली


News Card Generator