close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শনিবার মুন্সিগঞ্জের ৬০ এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শনিবার মুন্সিগঞ্জের ৬০ এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবেআগামীকাল শনিবার মুন্সিগঞ্জ সদরের অন্তত ৬০টি এলাকায় ৮ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। স
শনিবার মুন্সিগঞ্জের ৬০ এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবেআগামীকাল শনিবার মুন্সিগঞ্জ সদরের অন্তত ৬০টি এলাকায় ৮ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বিদ্যুৎ বন্ধ থাকবে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন জানিয়েছেন, বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় মুন্সিগঞ্জ সদরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। যে এলাকাগুলো বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে: ইদ্রাকপুর, মালাপাড়া, জমিদারপাড়া, মুন্সিগঞ্জ বাজার, পুরাতন কাচারী, খালইস্ট, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, হাটলক্ষ্মীগঞ্জ, নয়াপাড়া, মোল্লারচর, মালদ্বীপ, রমাজনবেগ, গুচ্ছগ্রাম, চরহোগলা, মুন্সীরহাট, কাটাখালী, রন্ছ হাওলাপাড়া, রন্ছ সরকারবাড়ি, ভিটি শিলমন্দি, পাঁচঘরিয়াকান্দি, চরশিলমন্দি, মুক্তারপুর পুরাতন ফেরীঘাট, নয়াগাঁও, মিরেশ্বর, গোসাইবাগ, বাগবাড়ি এলাকা। এছাড়াও মহাকালী ইউনিয়নের সাতানিখিল, নুরাইতলী, মহাকালী, লোহারপুল, ঘাষিপুকুরপাড়, বাগেশ্বর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভোক্তাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীদের অবহিত করা হবে বলে জানানো হয়েছে।
لم يتم العثور على تعليقات


News Card Generator