শীতলক্ষ্যার বুক শুকিয়ে গেছে, মাছ নেই, প্রাণ নেই — স্বীকার করলেন নারায়ণগঞ্জের ডিসি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্রাণহীন হয়ে পড়েছে শীতলক্ষ্যা নদী — নেই মাছ, নেই জীববৈচিত্র্য। স্বীকার করলেন জেলা প্রশাসক। বললেন, ‘সুবিধা নিয়েছি, দায়িত্ব পালন করিনি।’ চলছে খাল উদ্ধার, বৃক্ষরোপণ আর পরিচ্ছন্নতা অভিযান। নারায়ণগঞ্জকে ক্..

এক সময় যেই শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নারায়ণগঞ্জের অর্থনীতি, আজ সেই নদী মৃতপ্রায়। নদীর বুক শুকিয়ে গেছে, নেই আগের মতো জীবন, নেই মাছ। নেই জলজ জীবের চলাচল। আর সেই বাস্তবতাকেই স্বীকার করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা শীতলক্ষ্যা নদীর সুবিধা নিয়েছি, কিন্তু নদীটিকে রক্ষা করতে পারিনি। সময়মতো দায়িত্ব পালন করিনি বলেই আজ এই অবস্থা। জীববৈচিত্র্য নিশ্চিহ্ন হয়ে গেছে, মাছ আর পাওয়া যায় না। এটা খুবই লজ্জার।”

জেলা প্রশাসক এই কথা বলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মিলনায়তনে আয়োজিত এক সভায়। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস এবং মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

জেলা প্রশাসক বলেন, “শুধু সমালোচনা নয়, আমাদের হাতে এখনো সময় আছে কাজ করার। নারায়ণগঞ্জকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ শহরে রূপান্তর করার জন্য এক লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার, পুনঃখনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জেলার খাল, নালা, জলাশয়গুলো পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম, তবুও পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ সময় প্রযুক্তির গুরুত্ব নিয়েও তিনি কথা বলেন। “বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। আমাদের নতুন প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করতে হবে। এটা শুধু প্রয়োজন নয়, সময়ের দাবি,”— বলেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান।

এই আয়োজনে বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরাও ছিলেন অনুষ্ঠানে।

জেলা প্রশাসক পরে মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দে খাল উদ্ধার ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া ফরাজিকান্দায় হাজামজা খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কার্যক্রমে সরাসরি উপস্থিত ছিলেন।

উপসংহার:
শীতলক্ষ্যার বর্তমান চিত্র আমাদের চেতনাকে নাড়া দেয়। অথচ এই নদীর বুকেই একসময় ব্যবসা-বাণিজ্য, পরিবেশ ও সংস্কৃতি বিকাশ লাভ করেছিল। জেলা প্রশাসকের স্বীকারোক্তি যদি বাস্তব উদ্যোগে রূপ নেয়, তাহলে হয়তো নতুন করে প্রাণ ফিরে পাবে নারায়ণগঞ্জের এই নদী।

No comments found