close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শিবগঞ্জে ৮৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পেলেন ল্যাপটপ

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

তথ্য প্রযুক্তির মাধ্যমে পাঠদানকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৮৬ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হয়।

 

বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন। বিতরণকৃত ল্যাপটপগুলো দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন কোম্পানি সরবরাহ করেছে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুন নাহার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এই উদ্যোগ শুধু শিক্ষক সমাজকে প্রযুক্তিনির্ভর করবে না, বরং শিক্ষার্থীদেরও এক নতুন ধারার শিক্ষার পথে নিয়ে যাবে। সময়োপযোগী এই পদক্ষেপকে শিক্ষাবিদরা সাধুবাদ জানিয়েছেন।

Walang nakitang komento