পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ফজলুল হক শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। রবিবার সকাল ১০টার দিকে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বাড়ির পাশে একটি কাঠবাগানে মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফজলুল হকের লাশ দেখতে পেয়ে সদর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহত ফজলুল হকের লাশ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, নিহত ফজলুল হকের পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতসহ তলপেট ও হাটুতে জখম রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
No se encontraron comentarios
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			