close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শেরপুরে গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

Nazmul Mia avatar   
Nazmul Mia
শেরপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. ফজলুল হক (৪৫) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ মে রবিবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হ..

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ফজলুল হক শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। রবিবার সকাল ১০টার দিকে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বাড়ির পাশে একটি কাঠবাগানে মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফজলুল হকের লাশ দেখতে পেয়ে সদর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহত ফজলুল হকের লাশ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, নিহত ফজলুল হকের পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতসহ তলপেট ও হাটুতে জখম রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

Nessun commento trovato


News Card Generator