শেরপুরে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ বিদেশি মদ জব্দ 

a m abdul wadud avatar   
a m abdul wadud
মাদক চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় ১৩শ ৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এসব মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনু..
শেরপুরের ঝিনাইগাতীতে ১৩শ ৮৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুর ২ টায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানা পুলিশ। 
 
তবে মাদক চোরাকারবারেরর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। 
 
পুলিশ জানায়, শনিবার ভোরে ভারত থেকে চোরাই পথে আনা আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ সন্ধ্যাকুড়া রাবার বাগান  দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় ১৩শ ৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এসব মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ টাকা বলে জানা গেছে। 
 
এবিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
Tidak ada komentar yang ditemukan


News Card Generator