শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

a m abdul wadud avatar   
a m abdul wadud
শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল হত্যাকাণ্ডের বিচার এবং মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।..

শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল হত্যাকাণ্ডের বিচার এবং মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে নিহত বাদলের নিজ গ্রাম ভীমগঞ্জ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল ভাতশালা, কানাশাখোলা হয়ে শহরে প্রবেশ করে।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, জেলা তাঁতি দলের আহ্বায়ক লালন মোল্লা, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদলকে পথরোধ করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত সকল আসামিকে গ্রেফতার করা হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এতে সাধারণ মানুষ ও বাদলের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

বক্তারা আরও বলেন, আমরা আশঙ্কা করছি, দোষীরা প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে কিংবা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। হত্যাকাণ্ডে জড়িত পতিত আওয়ামী সন্ত্রাসীরা যাতে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।

তারা দাবি করেন, যদি এসব সন্ত্রাসীকে সময়মতো আইনের আওতায় আনা হতো, তাহলে বিএনপি নেতা বাদলকে জীবন দিতে হতো না। তাই কামারিয়া ইউনিয়নের যে সকল আওয়ামী সন্ত্রাসীরা মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পরে নিহত বাদলের পরিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

Không có bình luận nào được tìm thấy