শেরপুরে বিদেশি মদসহ কারবারি গ্রেফতার 

a m abdul wadud avatar   
a m abdul wadud
সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা ব্রিজপাড় এলাকা দিয়ে ভারতীয় মদ পাচার করা হবে, এমন তথ্য আসে পুলিশের হাতে। এ তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তালেবের নেতৃত্বে পুলিশের একটি..
শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল বিদেশি মদসহ সাইফুল ইসলাম নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা ব্রিজপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
 
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা তথ্যটি জানিয়েছেন। 
 
গ্রেপ্তার সাইফুল পোড়াগাঁও ইউনিয়নের বেকিকুড়া গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা ব্রিজপাড় এলাকা দিয়ে ভারতীয় মদ পাচার করা হবে, এমন তথ্য আসে পুলিশের হাতে। এ তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তালেবের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় কারবারিরা বস্তা ভর্তি ভারতীয় মদ পাচার করছিল। পরে দুটি কাটুনে ভর্তি ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ওই ২৪ বোতল ভারতীয় মদের দাম আনুমানিক ৯৬ হাজার টাকা।
 
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তাররোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 
 
Aucun commentaire trouvé


News Card Generator