শেরপুরে আরও ১৪ ভিক্ষুককে পুনর্বাসন

a m abdul wadud avatar   
a m abdul wadud
****

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় শেরপুরে আরও ১৪ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ৩১ মে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই ১৪ জনের মাঝে মুদি দোকানী সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় তিনি বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে যেন স্বাবলম্বী হতে পারে সেজন্য কাজ করছে সরকার। সে মোতাবেক ১৪ জন ভিক্ষুককে মুদি দোকানের সামগ্রীসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। ভিক্ষুকমুক্ত শেরপুর তথা ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু, স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজীব আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন প্রায় ২ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ওই ১৪ জন ভিক্ষুককে পুনর্বাসন ও স্বাবলম্বী করতে মুদি দোকানী সামগ্রী, কাঁচামালসহ বিভিন্ন ব্যবসা সহায়ক উপকরণ কিনে দেওয়া হয়।

没有找到评论


News Card Generator