মঙ্গলবার (২০ জানুয়ারী) ভোর সাড়ে ৬ টার দিকে শালফা নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিহত হন। অপর যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
Tidak ada komentar yang ditemukan



















