close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শেরপুর শালফা এলাকায় সড়ক দুর্ঘটনায়  সিএনজি যাত্রী নিহত

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
 বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের প্রদীপ কুমার (৪৫)  বলে জানা গেছে।..


মঙ্গলবার (২০ জানুয়ারী) ভোর সাড়ে ৬ টার দিকে শালফা নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটে। 
জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিহত হন। অপর যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator