বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই অভ্যুত্থানে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনা রায় এবং রাইফেল ব্যবহার করে ইতিহাস পরিবর্তনের চেষ্টা করেছিলেন। কিন্তু জনগণের সত্যের প্রতি আস্থার কারণে তিনি সফল হননি।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, "আওয়ামী লীগ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ মনে করতো। স্বাধীনতার পর থেকেই তারা লুটপাট, অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে, ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। স্বাধীন বাংলাদেশকে অপশাসনের কবলে ফেলে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়।"
তিনি আরও বলেন, "জিয়াউর রহমানের শাসনামলে মানুষ শান্তিতে ছিল, ঘরের দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারতো। অথচ বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। বিদেশি কিছু গোষ্ঠী চক্রান্তে লিপ্ত ছিল, যা দেশকে অস্থিতিশীল করে তুলেছিল।"
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, "জোরপূর্বক রায় এবং রাইফেলের মাধ্যমে ইতিহাস পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। ছাত্রসমাজ প্রকৃত ইতিহাস জেনে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল। জনগণের সম্মিলিত প্রতিরোধে স্বৈরাচার টিকতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকেও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।"
বর্তমান সরকারের ব্যর্থতা উল্লেখ করে রিজভী বলেন, "বাজার ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কিছু পণ্যের দাম সাময়িকভাবে কমলেও চাল, ডাল, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারের উচিত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।



















