রবিবার (১৮ মে) সকাল ১১টায় কলেজ সংলগ্ন হলুদ চত্বরে আয়োজিত এই সমাবেশে বক্তারা সাম্যের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার, তদন্তে গাফিলতির অবসান এবং দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি তাঁরা সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম মনু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপি’র সভাপতি মো. শফিকুল ইসলাম সফি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিসুল আলম অনিক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. ওসমান গনি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে চরম গাফিলতি করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্বিত হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।



















