স্বৈরাচারের দোসরদের চক্রান্ত ব্যর্থ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির


স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তৎপর। আমরা ঐক্যবদ্ধ আছি এবং তাদের সব চক্রান্ত অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে।"
আজ বৃহস্পতিবার সকালে খুলনার পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, "আওয়ামী লীগ বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু এই উন্নয়ন শুধুমাত্র তাদের নিজেদের হয়েছে, জনগণের হয়নি। তারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতকে প্রাধান্য দিয়েছে। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং ভারতের সেবাদাসী হিসেবে কাজ করেছেন।"
ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের সম্মান করি, তবে আপনাদেরও আমাদের সম্মান করতে শিখতে হবে।"
‘১০ কোটি যোদ্ধা রয়েছে, জাতিকে ভয় দেখানো যাবে না’
ডা. শফিক বলেন, "জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ বুক পেতে বলেছিলেন, ‘বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর’। এ জাতি বুক পেতে গুলি খেতে শিখে গেছে। তাই এ জাতিকে আর ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের ১০ কোটি যোদ্ধা প্রস্তুত আছে।"
জামায়াতে ইসলামী পাইকগাছা থানা শাখার আমির মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ও সাবেক এমপি অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কুদ্দুস।
জামায়াতের নেতাদের উপস্থিতি ও বক্তব্য
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির মাওলানা শহিদুল ইসলাম মুকুল, খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুন্সী মিজানুর রহমান ও মুন্সী মঈনুল ইসলাম। এছাড়া বক্তৃতা করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, প্রিন্সিপাল গাওসুল আজম হাদী, ডা. স ম খালিদুজ্জামান, মাওলানা আমিনুল ইসলাম, ছাত্রশিবির নেতা মো. আবুজার আল গিফারী প্রমুখ।
নেতারা দেশবাসীকে সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
চমকপ্রদ হেডলাইন: "১০ কোটি যোদ্ধার হুঁশিয়ারি! স্বৈরাচারের দোসরদের চক্রান্ত ভেস্তে দিতে ঐক্যবদ্ধ জামায়াত
কোন মন্তব্য পাওয়া যায়নি