close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

স্বাধীনতা অর্জনের মূল অবদান জিয়াউর রহমানের: টুকু

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Sultan Salahuddin Tuku claims Ziaur Rahman's key role in independence while criticizing Awami League.

টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দেশের স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে প্রধান হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, মহান স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের মাধ্যমে জিয়াউর রহমান সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। শনিবার (২০ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোট আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

টুকু তার বক্তব্যে বলেন, যখন জাতি একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন জিয়াউর রহমানই সামনে থেকে নেতৃত্ব দেন। অন্যদিকে তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব দেশের মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলেছিলেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, দেশের ক্ষুদ্র একটি অংশ স্বাধীনতার বিপক্ষে থাকলেও আজ তারা বড় বড় কথা বলছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জিয়া পরিবারের নেতৃত্বই জনগণকে বিজয় এনে দিয়েছে।

তিনি বিগত দিনের রাজনৈতিক ইতিহাস টেনে বলেন, শেখ হাসিনা ১৯৮৬ সালে এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণকে 'জাতীয় বেইমানি' বললেও পরদিনই তিনি সেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। বর্তমান সময়ের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, যারা এখন নতুন করে সুযোগ চাচ্ছে, তাদের ভূমিকা ১৯৭১ সালেই দেশের মানুষ দেখেছে। দেশের অর্থনৈতিক ভিত্তি হিসেবে গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্স খাতে জিয়াউর রহমানের দূরদর্শী অবদানের কথা তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

সভার সভাপতিত্ব করেন জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

コメントがありません


News Card Generator