close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সারাদেশে স্কাউটদের উৎসবের ঢেউ—শাপলা কাব অ্যাওয়ার্ড দিলেন অধ্যাপক ইউনূস..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকায় কাব কার্নিভাল উদ্বোধন করে বিজয়ী স্কাউটদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন অধ্যাপক ড. ইউনূস। ৫২৭টি স্থানে একযোগে অনুষ্ঠিত হয় এই উৎসব।..

বাংলাদেশ স্কাউটস-এর উদ্যোগে আয়োজিত দেশব্যাপী কাব কার্নিভাল সোমবার (২৩ জুন) এক অনন্য উদযাপন হিসেবে পালিত হয়েছে। এই অনন্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘শাপলা হলে’ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্নিভালের উদ্বোধন ঘোষণা করেন।

সেইসঙ্গে সারাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিযোগিতায় বিজয়ী স্কাউট সদস্যদের হাতে তিনি নিজ হাতে তুলে দেন দেশের অন্যতম মর্যাদাসম্পন্ন “শাপলা কাব অ্যাওয়ার্ড”।
এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে নেতৃত্ব, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার পথে উদ্বুদ্ধ করার এক বাস্তব উদাহরণ সৃষ্টি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রেস উইং সূত্রে জানা যায়, এবারের কাব কার্নিভাল ছিল সম্পূর্ণ নতুন মাত্রার। দেশের ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলায় মোট ৫২৭টি স্থানে একযোগে এই উৎসব উদযাপিত হয়েছে।
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি আয়োজনেই অংশগ্রহণ করেছে হাজার হাজার ক্ষুদে স্কাউট সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্কাউট নেতৃবৃন্দ।

ঢাকার প্রধান কার্যালয়ের পাশাপাশি খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহেও ছিল জমকালো আয়োজন। প্রতিটি স্থানে কাব স্কাউটদের পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশপ্রেমমূলক নাটিকা ও লিডারশিপ প্রশিক্ষণের আয়োজন ছিল।

অধ্যাপক ইউনূসের বক্তব্যে দেশপ্রেম ও নেতৃত্বের আহ্বান
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন,স্কাউটদের মাঝে আমি ভবিষ্যতের নেতৃত্ব দেখতে পাই। তারা শুধু আদর্শ নাগরিক নয়, বরং আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক।

তিনি আরও বলেন,শাপলা কাব অ্যাওয়ার্ড কোনো সামান্য স্বীকৃতি নয়, এটি একটি প্রতিজ্ঞার প্রতীক—নিজেকে সৎ, সাহসী ও মানবিক করে গড়ে তোলার অঙ্গীকার।বাংলাদেশ স্কাউটসের এমন বৃহৎ ও সংগঠিত আয়োজন আন্তর্জাতিক মহলেও দৃষ্টি কেড়েছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক স্কাউট ফেডারেশন এই আয়োজনকে ভবিষ্যতের জন্য রোল মডেল হিসেবে বিবেচনা করছে।

স্কাউট আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন, এধরনের উৎসবের মধ্য দিয়ে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ তৈরি হয়। আগামী বছর থেকে এই কার্নিভালকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্কাউট কার্যক্রমের আলো পৌঁছে দেওয়া যায়।
একই দিনে সারাদেশে ৫০০’র বেশি স্থানে অনুষ্ঠিত এই কাব কার্নিভাল নিঃসন্দেহে একটি জাতীয় উদযাপনে পরিণত হয়েছে। অধ্যাপক ইউনূসের হাত থেকে পুরস্কার নেওয়া স্কাউটদের মুখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের আশার আলো—যারা একদিন দেশের নেতৃত্বে নিজেদের স্থান করে নেবে।

No se encontraron comentarios


News Card Generator