close
  
  
         
লাইক দিন পয়েন্ট জিতুন!
সাংবাদিকদের দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহ্বান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের
 
			 
				
					বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের দেশ ও জাতির স্বার্থে কথা বলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের গণমাধ্যম কর্মীদের দায়িত্ব হলো সবসময় সঠিক তথ্য তুলে ধরে দেশের মঙ্গলের জন্য কাজ করা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যারিস্টার খোকন আরও বলেন, “গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা একটি অপরাধ, আর সত্য কথা না বলা যেন আরেকটি বড় অপরাধ।”
তিনি দৃঢ়ভাবে বলেন, "দৈনিক জনতার জমিনের মাধ্যমে দেশবাসী যেন সবসময় সত্য খবর পায় এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সক্ষম হয়। আমি আশা করি, পত্রিকার মাধ্যমে জনগণ সঠিক তথ্য পাবে এবং দেশে বিরাজমান সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতি দূরীকরণের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে।"
এসময় ব্যারিস্টার খোকন দৈনিক জনতার জমিনের সফলতা কামনা করেন এবং পত্রিকার কর্মকর্তাদের দেশের কল্যাণে কাজ করার জন্য উৎসাহিত করেন। তিনি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "আপনারা যেহেতু জনগণের কণ্ঠ, সুতরাং আপনাদের উচিত দেশের স্বার্থে, জাতির উন্নতির জন্য নিবেদিত হয়ে কাজ করা।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক জনতার জমিনের সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, এবং আরও অনেক গণমাধ্যম কর্মী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক খোলা আকাশের সাবেক সম্পাদক ড. কাজল রশীদ শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক ডিএম অমর, এবং নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ।
এ সময় আরও বিএনপি নেতা মঞ্জুরুল আজিম সুমন, সাংবাদিক কামরুল হাসান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				কোন মন্তব্য পাওয়া যায়নি
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			