close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাভারে চাঞ্চল্যকর রুবেল হত্যার ২ আসামি গ্রেফতার

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
সাভারে চাঞ্চল্যকর রুবেল (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় চারদিন পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।..

বুধবার (১১ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বাশার (৩০) ও ওবায়দুল (২৮)। তারা উভয়ই সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।

উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, অভিযান চালিয়ে রুবেল হত্যার দুই আসামি ওবায়দুল ও বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পূর্ব শত্রুতার জেরে রুবেলকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ির আঘাতে হত্যা করেছে।

উল্লেখ, শুক্রবার (৬ জুন) রাতে ঈদের বাজার করার সময় বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে স্ত্রী-সন্তান ও মায়ের সামনে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ির আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল সাভার পৌরসভা এলাকার মৃত রহমত আলীর ছেলে।

Geen reacties gevonden


News Card Generator