close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রুমায় কাঠের গাড়ি উল্টে নিহত ১জন

Md Shahidul Islam avatar   
Md Shahidul Islam
বান্দরবানের রুমা উপজেলায় কাঠ বোঝাই জিপ গাড়ি উল্টে রাজা মিয়া (২৩) নামে এক হেলপার নিহত এবং একই ঘটনায় গাড়ির চালক মোঃ এমরান (৩৭) আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা..

ট্যাগস

বান্দরবানের রুমা উপজেলায় কাঠ বোঝাই জিপ গাড়ি উল্টে রাজা মিয়া  (২৩) নামে এক হেলপার নিহত  এবং একই ঘটনায় গাড়ির চালক মোঃ এমরান (৩৭) আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

 শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রুমা উপজেলার বেথেল ও মুননুয়াম  পাড়া সড়ক হতে রুমা বাজার আসার পথে বেথেল পাড়ার উপরে এ ঘটনা ঘটে।

নিহত রাজা মিয়া (২৩) ২নং রুমা সদর ইউপির মুসলিম পাড়ার মৃতঃমোঃ মনু মিয়ার ছেলে।আহত গাড়ির চালক হলেন সদর ইউনিয়নের থানা পাড়ার বাসিন্দা নেজাম উদ্দিন এর ছেলে মোঃ এমরান (৩৭)। 

স্থানীয়রা জানায়, মুননুয়াম পাড়া সড়কের চাইরাগ্র পাড়া হতে কাঠ বোঝাই করে রুমা বাজারের দিকে যাওয়ার পথে বেথেল পাড়া এলাকায় পৌছালে গাছ সহ গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলে গাড়িতে থাকা হেলপার নিহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে গাড়ি চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহতের খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানাতে পারবো।

 

 

לא נמצאו הערות