close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রমজানে বিপুল পরিমাণ চাল বিতরণ: খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধা পাবে কোটি পরিবার!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রমজান মাস সামনে রেখে দেশের সাধারণ মানুষের জন্য বিশাল খাদ্য সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়। সোমবার (১২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি)
রমজান মাস সামনে রেখে দেশের সাধারণ মানুষের জন্য বিশাল খাদ্য সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়। সোমবার (১২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুই মাসে বিতরণ হবে তিন লাখ টন চাল উপদেষ্টা জানান, মার্চ এবং এপ্রিল মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়। এর ফলে প্রতিটি সুবিধাভোগী পরিবার ১৫ কেজি করে চাল পাবে মাত্র ৩০ টাকা কেজি দরে। এ কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ পরিবারকে সহায়তা দেওয়া হবে। ঈদের আগেও বিনামূল্যে চাল বিতরণ রমজান উপলক্ষে টিসিবির মাধ্যমে আরও এক লাখ টন চাল বিতরণ করা হবে, যা দুই মাসে ৫০ লাখ টন করে সরবরাহ করা হবে। পাশাপাশি ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের মাধ্যমে আরও এক লাখ টন চাল বিতরণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ঈদের সময় এক কোটি পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হবে বলে জানান তিনি। সুশৃঙ্খল ব্যবস্থাপনার নির্দেশনা খাদ্য উপদেষ্টা বলেন, "রমজান মাসে খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই কার্যক্রম আগে নিবিড়ভাবে তদারকি করা হতো না। এবার বিষয়টি কঠোরভাবে মনিটরিং করতে ঢাকা বিভাগের কমিশনারদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বৈঠক হবে। বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব আলী ইমাম মজুমদার বলেন, "এই কর্মসূচির মাধ্যমে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। চাল বিতরণ কার্যক্রমের প্রধান তদারকি করবেন জেলা প্রশাসকরা।" তিনি আরও জানান, ঢাকা বিভাগের ১২২টি বিক্রয় কেন্দ্র এবং ৭০টি ট্রাকসেলের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। টিসিবি ছাড়াও প্রয়োজনে এসব বিক্রয় কেন্দ্র ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মনিটরিং করা হবে। উচ্চপর্যায়ের উপস্থিতি ও নজরদারি এই অধিবেশনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, রমজান মাসে খাদ্যশস্য বিতরণে কোনো অনিয়ম যাতে না হয়, সেজন্য কড়া নজরদারি থাকবে। উপকারভোগীদের জন্য স্বস্তির খবর এই বিশাল খাদ্য সহায়তা কর্মসূচি নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা থাকায় সরকারিভাবে চাল সরবরাহ বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কোন মন্তব্য পাওয়া যায়নি