close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রেকর্ড গড়লেন তাসকিন: ১৯ রানে ৭ উইকেট!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অবিশ্বাস্য বোলিং করে ইতিহাস গড়লেন পেসার তাসকিন আহমেদ। মাত্র ১৯ রান খরচায় শিকার করলেন ৭ উইকেট, যা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অবিশ্বাস্য বোলিং করে ইতিহাস গড়লেন পেসার তাসকিন আহমেদ। মাত্র ১৯ রান খরচায় শিকার করলেন ৭ উইকেট, যা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে নতুন রেকর্ড। তাসকিনের আগুন ঝরা বোলিংয়ে তোলপাড় হয়েছে ক্রিকেট বিশ্ব। বিপিএলের ১১ আসরের ইতিহাসে সেরা বোলিং স্পেলের মালিক এখন তাসকিন। তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ড। শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায়ও যোগ হলো তাসকিনের নাম। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি। পেসার তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১০ বল খেলেই ৯ রান করে আউট হন তানজিদ হাসান তামিম। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন লিটন দাস। দুই ব্যাটারকেই আউট করেন তাসকিন। এরপর খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন শাহদাত দিপু ও স্টিফেন এসকিনাজি। এই দুই ব্যাটারের ৭৯ রানের জুটিতে খানিকটা ভরসা পায় ঢাকা। এসকিনাজি করেন ৪৬ রান এবং দিপু তুলে নেন অর্ধশতক। তবে তাসকিনের বোলিং তোপে শেষ পর্যন্ত ১৭৪ রানেই থেমে যায় ঢাকার ইনিংস। তাসকিনের এই ঐতিহাসিক পারফরম্যান্স নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। তার বোলিং দক্ষতা একদিকে যেমন দলকে সাফল্য এনে দিয়েছে, অন্যদিকে বিপিএলকে করেছে আরো আকর্ষণীয়।
No comments found


News Card Generator