বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি আবারও উঠে এলেন আলোচনার কেন্দ্রে—তবে এবার একেবারে ভিন্ন ও ভয়ঙ্কর একটি গুজবকে ঘিরে। সোমবার (১৯ মে) রাত থেকে সামাজিকমাধ্যমে ভাইরাল হয় একটি ভুয়া সংবাদ, যেখানে বলা হয় যে, "চিত্রনায়িকা পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।"
এই গুজব ছড়িয়ে পড়ার পরই নড়েচড়ে বসেন নেটিজেনরা। আতঙ্ক, উদ্বেগ এবং বিভ্রান্তির মাঝে রাতেই ফেসবুক লাইভে হাজির হন স্বয়ং পরীমণি। লাইভেই তিনি জানিয়ে দেন, “আমি বেঁচে আছি, সুস্থ আছি এবং আমি কখনও আত্মহত্যা করবো না। যারা এসব গুজব ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে।”
লাইভে পরীমণি সরাসরি বলেন, “মৃত মানুষকে কখনও লাইভে আসতে দেখেছেন? আমি জীবিত এবং সম্পূর্ণ সুস্থ। চার বছর আগেও এই কথাটা বলেছিলাম, এখনও বলছি—আমি কখনও আত্মহত্যার পথ বেছে নেবো না। আমি স্বাভাবিক মৃত্যুকে বেছে নিতে চাই।”
তিনি আরও বলেন, “আমার একটা ছোট বাচ্চা আছে, তার সঙ্গে আমি ভালো সময় কাটাচ্ছি। সুখে আছি। এমন গুজব রটিয়ে আমাকে মানসিকভাবে ভাঙা যাবে না। কেউ যদি শুনেন হঠাৎ করে আমার মৃত্যু হয়েছে, তাহলে ধরে নেবেন—আমি আত্মহত্যা করিনি, আমাকে খুন করা হয়েছে।”
এই বক্তব্যে পরীমণি স্পষ্টভাবে সামাজিক গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে অবস্থান নেন। তিনি আরও বলেন, “মরতে তো সবারই হবে, তবে সেটা হবে স্বাভাবিক মৃত্যু। আমি নিজের হাতে নিজের জীবন শেষ করবো না, এমন ঘটনা কখনও ঘটবে না।”
নিজের পেশাগত ব্যস্ততার কথাও তুলে ধরেন তিনি। জানান, বর্তমানে তিনি একটি নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তিনি বলেন, “নতুন কাজ করছি, সেটার প্রস্তুতি এবং শুটিং চলছে পুরোদমে। আমার ফোকাস এখন কাজের দিকেই। জীবনে গুজবের চেয়ে বাস্তব অনেক বড় চ্যালেঞ্জ থাকে—আর আমি সেটাই মোকাবিলা করছি।”
লাইভ শেষে পরীমণি তার ভক্তদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন, পাশে থাকেন, সেটাই আমার জীবনের বড় শক্তি।”
এই ঘটনাটি আবারও প্রমাণ করলো, সামাজিকমাধ্যমে ভুয়া তথ্য কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং একজন জনপ্রিয় তারকার জীবনে এর কী ভয়াবহ প্রভাব পড়তে পারে। পরীমণি সাহসিকতার সঙ্গে সেই গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং সত্যিটা সামনে এনেছেন। তার এই অবস্থান অনেককে অনুপ্রাণিত করবে, বিশেষ করে যারা ভুয়া খবরের শিকার হন বারবার।