close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাতে দেশ ছাড়ছেন বিসিবির নতুন সভাপতি, জানা গেল কারণ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঈদুল আজহার আগে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বিসিবির সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন বস।..

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল সম্প্রতি বিসিবির সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে। বোর্ড পরিচালকদের অনাস্থার মুখে পদ হারান ফারুক, আর তার জায়গায় দায়িত্ব নেন সাবেক এই অভিজ্ঞ ক্রিকেটার।

পরিবার বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করায় ঈদের ছুটিতে সেখানেই যাচ্ছেন বুলবুল। বিসিবিতে যোগদানের আগে তিনি আইসিসির গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন এবং সেই সুবাদে দীর্ঘদিন অস্ট্রেলিয়া থেকে কাজ করেছেন। তার স্ত্রীও পেশাগত কারণে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছেন।


বুলবুল বলেন, ‘মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাবো ইনশাআল্লাহ। আশা করছি, ঈদের সপ্তাহখানেক পরই দেশে ফিরবো। তবে ১৪ জুন থেকে আইসিসির একটি মিটিং আছে। সেখানে অংশগ্রহণ করার সম্ভাবনা বেশি। তাহলে দেশে ফিরে আসতে কয়েকদিন দেরি হতে পারে। সেক্ষেত্রে হয়তো ১৮ জুন আবার দেশে ফিরে আসবো।’

 

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এবারের ঈদ উদযাপিত হবে ৬ জুন। তাই পরিবারের সঙ্গে ঈদ করতে আগেভাগেই অস্ট্রেলিয়া রওনা হচ্ছেন বিসিবির এই নতুন প্রধান। ঈদের পরই আবার দেশের ক্রিকেট প্রশাসনে সক্রিয়ভাবে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

No se encontraron comentarios