close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
					গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর রাষ্ট্রের বৃহৎ সংস্কার বাস্তবায়নের আগে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ বক্তব্য দেন।
নুর বলেন, “সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা দিয়েছে। আমরা চাই রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করবে এবং এর বেশিরভাগ বাস্তবায়নের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান শুধু একটি ভোটের জন্য নয়। এটি মানবিক, গণতান্ত্রিক ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার লক্ষ্যে হয়েছে। পুরোনো বন্দোবস্তে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমেই আমরা আগামীর পথ তৈরি করতে চাই।”
স্থানীয় সরকারের স্থবিরতা নিয়ে উদ্বেগ
নুর বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণে এখন স্থানীয় সরকার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোগান্তি দূর করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তিনি।
তার ভাষ্য, “মার্চ-এপ্রিলের মধ্যে স্থানীয় নির্বাচন হলে এটি দেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে। রাজনৈতিক প্রভাবহীন এই নির্বাচন নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসছে শিগগিরই
নুর জানান, “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র শিগগিরই প্রকাশ করা হবে। দেশের রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। এটি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ।”
রাজনৈতিক সহিংসতায় সতর্কবার্তা
কিছু দলের নেতাকর্মীদের আচরণে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এ ধরনের আচরণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। রাজনৈতিক দলগুলোর উচিত নাগরিকদের প্রতি সম্মান দেখিয়ে কাজ করা। হানাহানি ও চাঁদাবাজি চালিয়ে গেলে জনগণ সেই দলকে প্রত্যাখ্যান করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ দ্রষ্টব্য: রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ভিপি নুর।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				কোন মন্তব্য পাওয়া যায়নি
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			