close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রাঙামাটির পাহাড়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল আনোয়ারার যুবকের

Imran Hossain avatar   
Imran Hossain
****

রাঙামাটির পাহাড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের আনোয়ারার মোহাম্মদ সবুজ (২৮) নামের এক যুবক। সবুজ আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামের শেরআলী খান বাড়ির মো. নুরুল হকের পুত্র।

শনিবার (১২ই এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটিতে খোলা জীপ গাড়িতে করে ভ্রমণে বের হয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে অবস্থা অবনতি হলে নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, সবুজ তার কয়েকজন বন্ধু নিয়ে ঘুরতে যান পার্বত্য জেলা রাঙামাটিতে। সেখানে পাহাড়ি রাস্তায় খোলা জীপগাড়িটি বেয়ে উঠার সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার বন্ধুরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।

নিহত যুবকের চাচাতো ভাই রেজাউল হক বলেন, কয়েকজন বন্ধুর সঙ্গে সবুজ ঘুরতে বেরিয়ে ছিলেন। রাঙামাটির পাহাড়ি রাস্তা বেয়ে উঠার সে গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator