রামু থানা পুলিশের অভিযানে ইয়াবা ও বাইকসহ যুবক আটক

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবা নিয়ে আবু তাহের (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় পাচারে ব্যবহৃত একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনারপাড়া নতুন কবরস্থানের দক্ষিণ পাশে, পাঞ্জেগানা থেকে সোনাইছড়ি সড়কের উপর অভিযান পরিচালনা করে পুলিশ।
আটক আবু তাহের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে।

রামু থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

没有找到评论