close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রামনবমীতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন গৌরব সাহা..

Gourob Shaha avatar   
Gourob Shaha
****

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব সাহার রামনবমী শুভেচ্ছা বার্তা

 

নরসিংদী:

আজ পবিত্র রামনবমী উপলক্ষে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব সাহা শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন।

 

এক বার্তায় তিনি বলেন, “রামনবমী হল ধর্মীয় সংহতি ও মানবিক মূল্যবোধের প্রতীক। ভগবান শ্রীরামের আদর্শ আমাদের ন্যায়ের পথে চলতে প্রেরণা দেয়। এই শুভ দিনে আমি সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

 

তিনি আরও বলেন, “আমরা যেন শ্রীরামের জীবনের আদর্শকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখি, সেটিই হোক আমাদের অঙ্গীকার।”

 

প্রসঙ্গত, রামনবমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই দিন ভগবান শ্রীরামের জন্মতিথি হিসেবে পালিত হয়।

コメントがありません