close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রামনবমীতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন গৌরব সাহা..

Gourob Shaha avatar   
Gourob Shaha
****

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব সাহার রামনবমী শুভেচ্ছা বার্তা

 

নরসিংদী:

আজ পবিত্র রামনবমী উপলক্ষে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব সাহা শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন।

 

এক বার্তায় তিনি বলেন, “রামনবমী হল ধর্মীয় সংহতি ও মানবিক মূল্যবোধের প্রতীক। ভগবান শ্রীরামের আদর্শ আমাদের ন্যায়ের পথে চলতে প্রেরণা দেয়। এই শুভ দিনে আমি সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

 

তিনি আরও বলেন, “আমরা যেন শ্রীরামের জীবনের আদর্শকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখি, সেটিই হোক আমাদের অঙ্গীকার।”

 

প্রসঙ্গত, রামনবমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই দিন ভগবান শ্রীরামের জন্মতিথি হিসেবে পালিত হয়।

لم يتم العثور على تعليقات


News Card Generator