close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রাজবড়ী জেলার মধ্যে কালুখালী সরকারী কলেজের ৩ শিক্ষার্থীর সেরা সাফল্য..

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
****

নাফিজ আহমেদঃ 

২০২৫ সালের এইচ এস সি পরীক্ষায় রাজবাড়ী জেলার ৪ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে ৩ জনই কালুখালী সরকারী কলেজের শিক্ষার্থী। রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রদত্ত পত্র মারফত এ তথ্য জানা গেছে।

কালুখালী সরকারী কলেজের শিক্ষার্থীরা হলো সুমাইয়া সুলতানা,কানিজ ফাতেমা ও অথোরা সাহা।

সুমাইয়া সুলতানা কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।তার মায়ের নাম রিজিয়া খাতুন। সুমাইয়ার বাবা মা দুজনাই স্কুল শিক্ষক। সুমাইয়া জানান,সে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়। এজন্য সে সকলের দোয়া প্রার্থী।

কানিজ ফাতেমা কালুখালী উপজেলার নসরতশাহী রামচন্দ্রপুর গ্রামের আবু বকরের মেয়ে। তার মায়ের নাম মিনা পারভীন। ফাতেমার বাবা কলেজ প্রভাষক ও মাতা গৃহীনি। কানিজ ফাতেমা জানান,সে ভবিষ্যতে শিক্ষক হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।

অথোরা সাহা কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের নির্মল সাহার কন্যা।তার মায়ের নাম রিনা সাহা। অথোরার বাবা ব্যবসায়ী,মা গৃহীনি। অথোরা ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়। সে সকলের আশির্বাদ কামনা করেছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator