close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
****

 

নাফিজ আহমেদঃ

থার্টি ফার্স্ট নাইটের মধ্যরাতে রাজবাড়ী শহরে বিবদমান দুই পক্ষের সংঘ'র্ষের সময় ছোড়া গু'লিতে এক শিশু গু'লি'বিদ্ধ হয়ে গুরুতর আ'হ'ত হয়েছে।

আহত শিশুটির নাম সিফাত (১২)। সে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার কলেজপাড়া মহল্লার বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের যমজ সন্তানের একজন। ঘটনাটি ঘটে সোমবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বালুমহলকে কেন্দ্র করে দুই পক্ষের সং'ঘ'র্ষ চলাকালে গু'লিবিনিময়ের একপর্যায়ে একটি গু'লি শিশু সিফাতের পেটের উপরের অংশে, বক্ষপিঞ্জরের নিচে প্রবেশ করে। এতে তার শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং প্রচুর র'ক্ত'ক্ষ'রণ শুরু হলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে তার মা দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ নুরুল আজম শিশুটিকে প্রাথমিকভাবে পরীক্ষা করে দ্রুত সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারকে ডেকে আনেন। সৌভাগ্যক্রমে এ সময় ডা. রাজীব দে সরকার হাসপাতালে উপস্থিত ছিলেন।

চিকিৎসকরা জানান, শিশুটি গানশট ইনজুরড অ্যাবডোমেন ও হাইপোভোলিউমিক শকে আ'ক্রা'ন্ত ছিল। গু'লির আঘাতে খাদ্যনালীর অংশবিশেষ পারফোরেশনের আশঙ্কা দেখা দেয়। দ্রুত চিকিৎসা না পেলে তার জীবন সংকটে পড়তে পারতো।

দুই চিকিৎসকের সমন্বিত ও নিবিড় চিকিৎসা, রিসাসিটেশন এবং জরুরি সেবার মাধ্যমে শিশুটির জ্ঞান ফেরানো সম্ভব হয়। জরুরি বিভাগের সেবিকাসহ সংশ্লিষ্ট কর্মচারীরা এ সময় সম্মিলিতভাবে চিকিৎসা সেবা দেন। এতে শিশুটি ধীরে ধীরে শ'ক অবস্থা থেকে বেরিয়ে আসে।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিশুটির মা জানান,

“বালুমহল নিয়ে সংঘ'র্ষে'র সময় আমাদের বাসার আশপাশে ভাঙচুর ও গু'লিবিনিময় চলছিল। সেই সময়ই আমার ছেলের পেটে গুলি লাগে। সদর হাসপাতালের ডাক্তাররা সময়মতো চিকিৎসা না দিলে হয়তো আমার সন্তানকে ফিরে পেতাম না।”

শিশুটির বাবা বলেন,

“আমার সন্তানের চিকিৎসা সম্পন্ন হওয়ার পর চিকিৎসকদের দেওয়া মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে আমরা আইনগত সহায়তা গ্রহণ করবো।”

没有找到评论


News Card Generator