close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাজবাড়ীর পাংশায় চাদা নিতে গিয়ে গণপিটুনিতে নিহত সম্রাট নামে এক যুবক..

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
****

 

নাফিজ আহমেদঃ

রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁ//দা/বাজির অ*ভি*যোগে অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামে এক যুবককে পি--টি--য়ে হ/ত্যা করেছে স্থানীয় জনতা। বুধবার (গতকাল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাট পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মণ্ডলের ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত ‘সম্রাট বা/হিনী’র প্রধান বলে জানিয়েছে পুলিশ।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সম্রাটের বিরুদ্ধে হ--ত্যাসহ একাধিক মা**মলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অমৃত মণ্ডল নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে আশপাশের এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে চাঁ//দাবা//জি চালিয়ে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি ভারতে পালি--য়ে থাকলেও তাঁর বাহিনীর মাধ্যমে এলাকায় অপরাধ কর্মকাণ্ড অব্যাহত ছিল। সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে আসেন।

ঘটনার দিন হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেন সম্রাট। বাড়ির মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতের দিকে সম্রাট বাহিনীর কয়েকজন সদস্য ওই বাড়িতে গিয়ে তাঁর ছেলেকে মারধর করে। এ সময় বাড়ির লোকজন ‘ডা//কাত, ডা//কাত’ বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে সম্রাটকে ধরে পি---টুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃ---ত্যু হয়।

ঘটনার পর সম্রাটের অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সেলিম শেখ নামে এক সহযোগী স্থানীয় জনতার হাতে আটক হন। পরে তাঁকে দুটি আ---গ্নে--য়া--স্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক সেলিম শেখ পাংশার বসা-কুষ্টিয়া গ্রামের ইসলাম শেখের ছেলে।

ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আ*টক সেলিমের কাছ থেকে একটি পি--স্ত--ল ও একটি ওয়ান শু//টার গান উদ্ধার করা হয়েছে। নিহত সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়;/নাত//দন্তের জন্য ম--র্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একাধিক মাম*-লা দায়েরের প্রক্রিয়া চলছে।

نظری یافت نشد


News Card Generator