close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাজাপুরে অসহায় বৃদ্ধা নারীকে হ ত্যার চেষ্টা, এলাকাজুড়ে ব্যাপক নিন্দার ঝড়..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
****

রাজাপুরে অসহায় বৃদ্ধা নারীকে হ ত্যার চেষ্টা, এলাকাজুড়ে ব্যাপক নিন্দার ঝড়

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। বানিয়াবাড়ী এলাকার ৭৫ বছর বয়সী অসহায় বৃদ্ধা বিভারানী বেপারী (স্বামী মৃত অনীল বেপারী)-কে রাতের আঁধারে নির্মমভাবে মারধর করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাতে এ হামলার ঘটনা ঘটে। বৃদ্ধা বিভারানী বেপারী নিজ বাড়িতে একা থাকতেন। রাতের নীরবতার সুযোগে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিবর্গ তার বাড়িতে প্রবেশ করে তাকে বেধড়ক মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসঙ্গে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনা আর না ঘটে।

没有找到评论


News Card Generator