close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাবিতে ঐতিহাসিক পলাশী দিবস পালিত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পলাশী দিবস পালিত হয়েছে। বক্তারা বলেন, জাতীয় স্বার্থে এক থাকতে হবে এবং ঘরের শত্রু-মিত্র চিহ্নিত করাই পলাশীর মূল শিক্ষা।..

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার পালিত হলো ইতিহাসের এক কালজয়ী ও আত্মপরীক্ষার দিন—ঐতিহাসিক পলাশী দিবস। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ এর আয়োজনে এ উপলক্ষে এক হৃদয়ছোঁয়া মৌন মিছিল বের করা হয় দুপুরে।

মিছিলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি জাতির ঐক্য ও চেতনার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “পলাশীর ঘটনা আজও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় — আমরা কোথায় ভুল করছি, এবং কীভাবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।”

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান, এবং প্রক্টর অধ্যাপক মাহাবুবুর রহমান। তাঁরা সকলেই একমত হন যে, ২৩ জুনের পটভূমি শুধুই একটি দিন নয়—এটি একটি জাতীয় আত্মজিজ্ঞাসার অধ্যায়

বক্তারা বলেন,২৩ জুন আমাদের মনে করিয়ে দেয়—ঘরের শত্রু কতটা ভয়ংকর হতে পারে। নিজেদের স্বার্থে যারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ইতিহাস তাদের কখনো ক্ষমা করেনি।

তাঁরা আরও বলেন, আজকের তরুণ সমাজকে অতীত থেকে শিক্ষা নিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। কারণ যারা ইতিহাসকে অবহেলা করে, তাদের ভবিষ্যৎ বারবার সংকটে পড়ে।

মিছিলে বক্তারা ঘৃণার সাথে স্মরণ করেন সেই সব বিশ্বাসঘাতকদের, যারা ইংরেজদের সঙ্গে মিলে বাংলার স্বাধীনতাকে নস্যাৎ করেছিল। তারা বলেন,জাতির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ করেই সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পলাশী দিবস পালনের এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না—এটি ছিল ইতিহাস স্মরণ করে জাতির ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ডাক। জাতি হিসেবে আমাদের ঘুম থেকে জেগে উঠতে হবে। আরেকটি পলাশী যেন আর না আসে!

کوئی تبصرہ نہیں ملا