close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পু তিনের সঙ্গে আজ বৈঠকে বসছেন ই রা নে র পররাষ্ট্রমন্ত্রী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মস্কোয় আজ পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় থাকছে আঞ্চলিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও নতুন কৌশল নির্ধারণ। আন্তর্জাতিক কূটনীতিতে নজরকাড়া মুহূর্ত।..

রাশিয়া ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাতে যাচ্ছে আজ। মস্কোয় এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সময় যখন মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা, ঠিক তখনই এই বৈঠক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ নিশ্চিত করেছেন—সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট নিজেই এই বৈঠকে অংশ নিচ্ছেন।
এরইমধ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী রবিবার সন্ধ্যায় মস্কো পৌঁছেছেন বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

বিশ্বজুড়ে আলোচিত ইস্যু—ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বারবারের হামলা। এই ইস্যুতে কী বার্তা নিয়ে পুতিন ও আরাগচি মুখোমুখি হবেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র কৌতূহল।
বিশেষজ্ঞদের ধারণা, শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নয়, এই বৈঠক মধ্যপ্রাচ্য এবং ইউরেশিয়া অঞ্চলের ভবিষ্যত নিরাপত্তা কাঠামোতেও প্রভাব ফেলতে পারে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, আরাগচি সফরের সময় রুশ প্রেসিডেন্ট ছাড়াও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় উঠে আসবে—আঞ্চলিক উত্তেজনা, কৌশলগত নিরাপত্তা ও সহযোগিতার ভবিষ্যৎ রূপরেখা।

বৈঠকের সমান্তরালে মস্কোয় চলেছে “প্রিমাকোভ রিডিংস” নামে পরিচিত এক আন্তর্জাতিক সম্মেলন। এটি প্রতিবছর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে। এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রে থাকছে—“নতুন বিশ্ব রাজনীতির কাঠামো”।

বিশ্বের নানা প্রান্ত থেকে রাজনৈতিক বিশ্লেষক, গবেষক এবং কূটনীতিকেরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে। রুশ সংবাদ সংস্থা TASS এ বছরের ফোরামের প্রধান তথ্য সহযোগী হিসেবে কাজ করছে।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইরান একসঙ্গে আন্তর্জাতিক নীতিতে কী বার্তা দিতে চায়, তার বড় অংশ নির্ধারিত হবে আজকের বৈঠকে।
বিশ্ব রাজনীতির বর্তমান চিত্রে যখন পশ্চিমা বিশ্ব ও ন্যাটোর সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব তুঙ্গে, তখন ইরানকে পাশে পেতে চায় পুতিন।
অন্যদিকে, ইরানও চায় রাশিয়ার সমর্থনে নিজেদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থানকে আরো দৃঢ় করতে।

বিশ্বের বহু রাষ্ট্র আজ তাকিয়ে আছে মস্কোর দিকে। এই বৈঠক কী শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতের বড় কোনো কৌশলগত সমঝোতার ভিত্তি তৈরি হবে—তা সময়ই বলবে।

コメントがありません