পটুয়াখালী পায়রা সেতুর টোল এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে দুমকি থানা পুলিশ। তারা হলেন তারেক ও আল আমিন। তাদের উভয়ের বাড়ি বাউফল উপজেলায়। তাদের কাছ থেকে দুটি পিস্তল সদৃশ্য বস্তু, দুটি র্যাব এর কটি, ওয়াকিটকি, দুটি মোটরসাইকেল এর নম্বরপ্লেট উদ্ধার করা হয়েছে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
প্রকাশিত : ০০:১০ এএম, ১৪ মে ২০২৫
Hiçbir yorum bulunamadı