পটুয়াখালী পায়রা সেতুর টোল এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে দুমকি থানা পুলিশ। তারা হলেন তারেক ও আল আমিন। তাদের উভয়ের বাড়ি বাউফল উপজেলায়। তাদের কাছ থেকে দুটি পিস্তল সদৃশ্য বস্তু, দুটি র্যাব এর কটি, ওয়াকিটকি, দুটি মোটরসাইকেল এর নম্বরপ্লেট উদ্ধার করা হয়েছে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
প্রকাশিত : ০০:১০ এএম, ১৪ মে ২০২৫
没有找到评论



















