close

লাইক দিন পয়েন্ট জিতুন!

প্রধানমন্ত্রীর ‘বাল পুরস্কার’ পাচ্ছেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Young cricketer Vaibhav Suryavanshi to receive National Bal Puraskar from Indian PM.

ভারতের ক্রীড়াঙ্গনে নতুন এক নক্ষত্রের উদয় হয়েছে, যার নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই তিনি ক্রিকেটের ব্যাট হাতে এমন সব কীর্তি গড়েছেন যা বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে। বিহারের এই কিশোর ক্রিকেটার তার অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ আজ শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘প্রধানমন্ত্রীর জাতীয় বাল পুরস্কার’ পেতে যাচ্ছেন। এটি ভারতের ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান।

বৈভবের এই অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও অদম্য মেধা। বুধবার তিনি দিল্লিতে পৌঁছান এবং আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করবেন। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার আসন্ন সাক্ষাৎ। এই সাক্ষাৎটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং তরুণ প্রজন্মের কাছে বৈভবের মতো প্রতিভাবান শিশুদের তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে পাওয়া এই স্বীকৃতি বৈভবের ক্যারিয়ারকে নতুন মাত্রা প্রদান করবে বলে ধারণা করা হচ্ছে।

বৈভবের সাম্প্রতিক পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে তিনি মাত্র ৮৪ বলে ১৯০ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে এমন মারকুটে ব্যাটিং খুব কমই দেখা যায়। চলতি বছর সব ধরনের ক্রিকেটে তিনি ৫টি সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এই প্রতিভার কারণেই তাকে দেশের সেরা তরুণদের তালিকায় রাখা হয়েছে। যদিও এই পুরস্কার নেওয়ার জন্য তাকে বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলো থেকে দূরে থাকতে হচ্ছে, তবুও জাতীয় এই স্বীকৃতি তার জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে গণ্য হচ্ছে। এই সম্মান কেবল বৈভবের নয়, বরং গোটা বিহার ও ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

Ingen kommentarer fundet


News Card Generator