প্রবাসীদের টাকায় তাদের জন্য আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা: জানালেন আসিফ নজরুল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দেশে ফিরে প্রবাসীরা যেন আর অবহেলার শিকার না হন—তাই তাদের পাঠানো অর্থেই নির্মিত হবে আধুনিক হাসপাতাল। টাঙ্গাইলে দক্ষতা উন্নয়ন কোর্স উদ্বোধনকালে এমন আশাব্যঞ্জক ঘোষণা দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদ..

প্রবাসীদের পাঠানো অর্থে দেশে তাদের জন্য আধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যেই প্রবাসীদের অর্থে বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নাগরপুর টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা ভিত্তিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “প্রবাসীরা দেশে ফিরে যথাযথ চিকিৎসা পান না। এ অবস্থার পরিবর্তন জরুরি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রবাসীদের টাকাতেই দেশে তাদের জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে তারা উন্নত ও সম্মানজনক স্বাস্থ্যসেবা পান।”

আসিফ নজরুল আরও জানান, “টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারবে। ভবিষ্যতে তারা বিদেশে গিয়ে উন্নত কাজ পাবে এবং দেশের রেমিট্যান্স প্রবাহও বাড়বে।”

তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদান চালু হয়েছে, যা তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। একইসাথে জাপানে জনবল পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর

  • টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক

  • পুলিশ সুপার মিজানুর রহমান

  • এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আশাবাদ লক্ষ্য করা গেছে এই স্কিল ট্রেড ও হাসপাতাল নির্মাণ পরিকল্পনা ঘিরে।

প্রবাসীদের অর্থ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এবার সেই অর্থ দিয়েই তাদের জন্য দেশে হাসপাতাল নির্মাণের ঘোষণা নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ। এতে একদিকে যেমন প্রবাসীরা পাবেন সম্মানজনক সেবা, অন্যদিকে এই উদ্যোগ দেশের প্রবাসী কল্যাণনীতি আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator