close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিশ্ব পরিবেশ দিবসে পঞ্চগড়ে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান। প্রশাসন ও পরিবেশ কর্মীদের অংশগ্রহণে রোপণ করা হচ্ছে কাঠ ও ফলদ গাছ, পরিবেশ রক্ষায় এক সাহসী পদক্ষেপ।..

পঞ্চগড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ কর্মসূচি—"সবুজ গড়ি, সুন্দর আগামী" স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ব্যাপক বৃক্ষরোপণ অভিযান। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ বন্ধু’র যৌথ উদ্যোগে বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা সদরের দেওয়ানহাট-গফাপাড়া সড়কের পাশে একটি কাঠ জাতীয় গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় একদিন গাছ লাগানো নয়, সারা বছর ধরে এই কাজটি চালিয়ে যেতে হবে। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বসবাস-অযোগ্য পৃথিবী পাবে।”

কর্মসূচির অধীনে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে ফলদ ও কাঠ জাতীয় বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে অংশ নিচ্ছে স্থানীয় যুব সমাজ, সেচ্ছাসেবী সংগঠন, পরিবেশ কর্মী এবং শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের উপপরিচালক ইউসুফ আলী, ‘পরিবেশ বন্ধু’ সংগঠনের প্রতিনিধি নয়ন তানবিরুল বারি, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সংগঠক মানিক খান এবং রোভার স্কাউটের সদস্যরা।

এই উদ্যোগ সম্পর্কে নয়ন তানবিরুল বারি বলেন, আমরা শুধু বৃক্ষ রোপণই করবো না, এর রক্ষণাবেক্ষণের জন্যও নিয়মিত নজরদারি করবো। প্রতিটি গাছ যেন টিকে থাকে, সেটাই আমাদের অঙ্গীকার।

স্থানীয় বাসিন্দারাও কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন। এক শিক্ষার্থী বলেন, আমরা নিজেরাও গাছ লাগাতে আগ্রহী। পরিবেশ বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশ্ব পরিবেশ দিবসে এমন কর্মসূচি নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী এক মাস ধরে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে এবং জেলার বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০০০ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy