২৬ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মাসুদ আহমেদ,অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়,কৃষি সম্প্রসারণ অফিসার অনিরুদ্ধ দাস,উপজেলা উপ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম
সহ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, এনজিও কর্মী ।
এ প্রোগ্রামে উপজেলার ৭০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।