পাকিস্তানে তীর্ব সংঘর্ষে ১ সেনাসহ ৯ জনের মৃত্যু।

Borhan Kabir avatar   
Borhan Kabir
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান, খাইবার এবং বান্নু জেলায় পৃথক সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য এবং বাকি আটজন সন্ত্রাসী।..

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান, খাইবার এবং বান্নু জেলায় পৃথক সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য এবং বাকি আটজন সন্ত্রাসী। আজ মঙ্গলবার (৬ মে) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)-এর বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ হয়। এতে সেনা সদস্য মুজাহিদ খান (৪০) সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হন।অভিযানে আটজন খারিজি (সন্ত্রাসী) নিহত হয়।

没有找到评论