close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পাকিস্তানে তীর্ব সংঘর্ষে ১ সেনাসহ ৯ জনের মৃত্যু।

Borhan Kabir avatar   
Borhan Kabir
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান, খাইবার এবং বান্নু জেলায় পৃথক সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য এবং বাকি আটজন সন্ত্রাসী।..

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান, খাইবার এবং বান্নু জেলায় পৃথক সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য এবং বাকি আটজন সন্ত্রাসী। আজ মঙ্গলবার (৬ মে) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)-এর বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ হয়। এতে সেনা সদস্য মুজাহিদ খান (৪০) সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হন।অভিযানে আটজন খারিজি (সন্ত্রাসী) নিহত হয়।

لم يتم العثور على تعليقات