অস্কারের মঞ্চে বাজিমাত করলেন কিরান ও জোয়ি!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতলেন কিরান কালকিন ও জোয়ি সালডানা। তাদের অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার ছিল প্রত্যাশিত।..

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ ভোরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের অস্কারের সঞ্চালকের ভূমিকায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন।

সর্বোচ্চ ১৩টি মনোনয়ন নিয়ে আলোচনার কেন্দ্রে ছিল জ্যাক অঁদিয়ারের মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ছবির গল্প মেক্সিকোর এক কুখ্যাত মাদকসম্রাটকে ঘিরে, যে অস্ত্রোপচারের মাধ্যমে নারীতে রূপান্তরিত হয়। সিনেমার গল্প ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

প্রত্যাশিত জয় কিরান ও জোয়ির! কিরান কালকিন পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। তার অসাধারণ অভিনয় দেখে সমালোচকরা আগেই ধারণা করেছিলেন যে তিনি এ পুরস্কার ঘরে তুলবেন। একইভাবে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা। ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় আইনজীবীর চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শক ও সমালোচকদের। অস্কারের আগে তারা দুজনই গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিলেন।

কিরান কালকিনের দীর্ঘ পথচলা প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ারে কিরান কালকিন অনেক চড়াই-উতরাই পার করেছেন। ব্যক্তিগত ঝঞ্ঝাট ও অভিনয় থেকে স্বেচ্ছাবিরতি তাকে দীর্ঘ সময় আড়ালে রেখেছিল। তবে ‘সাকসেশন’ সিরিজের মাধ্যমে তিনি আবারও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। এরপর ‘আ রিয়েল পেইন’ সিনেমা দিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি।

জোয়ি সালডানার ক্যারিয়ার উজ্জ্বল দৃষ্টান্ত হলিউডের অন্যতম সফল অভিনেত্রী জোয়ি সালডানা বরাবরই তার অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন। ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় তার আইনজীবীর চরিত্র ছিল দারুণ চ্যালেঞ্জিং। তবে সাবলীল অভিনয় দিয়ে তিনি প্রমাণ করেছেন, কেন তিনি হলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী।

অস্কারের মঞ্চে তাদের এই জয় শুধু ক্যারিয়ারের মাইলফলক নয়, বিশ্ব সিনেমার ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবে।

 

Tidak ada komentar yang ditemukan