close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
জেলা প্রতিনিধি,বরগুনা।।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ।
অপারেশন ডেভিল হান্ট নামে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।গতকাল সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাগরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
গত ৪ আগস্ট বরগুনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মীর নিলয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলা ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত আরেকটি মামলার এজাহার ভুক্ত আসামি হওয়ায় সাগরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সাইফুল ইসলাম সাগর এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আগামীকাল (বুধবার) আদালতে প্রেরণ করা হবে।
Không có bình luận nào được tìm thấy